সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
মোবাইলে ভিডিও চালু রেখে যুবকের আত্মহত্যা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:২৮ PM
মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল ফোন ভিডিও রেকর্ডিংয়ে রেখে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে নিজ গৃহে এ ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম স্বপন আহমেদ (২৮)। তিনি মনসুর গ্রামের মখই মিয়ার পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের ২ স্ত্রী থাকলেও বর্তমানে কেউই তার সঙ্গে বসবাস করেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকেন। রোববার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বপন। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন।
 
স্থানীয় লোকজনের ধারণা, স্ত্রীদের সাথে বনিবনা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে আত্মহত্যার পথ বেছে নেন স্বপন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারন অনুসন্ধানে তদন্ত চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত