দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ১৯৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে এই ছাগল বিতরণ করেন ছাগল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন উন্নয়নের লক্ষে উপজেলার ১৯৬ জনকে দুটি করে মোট ৩৯২টি ছাগল প্রদান করা হয়েছে।
ছাগলগুলোকে যাচাই-বাছাই করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ১৪ দিনের মধ্যে কোন ছাগল যদি অসুস্থ হয় বা মারা যায় সেগুলো পরিবর্তন করে দেওয়া হবে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে সরকার এই ছাগলগুলো পালানোর জন্য দিয়েছে। কেউ এই ছাগলগুলো বিক্রয় করতে পারেন না, অথবা জবাই করে খেতেও পারবেন না, এগুলো লালন-পালন করে ছাগলের বংশবৃদ্ধি করে তারা স্বাবলম্বী হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।