নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৯ ডিসেম্বর নেত্রকোনা হানাদারমুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেয়া হবে।