নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর শাহপাড়ায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার চকরামপুর শাহপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সাইদুর রহমান শাহ। এসময় বক্তব্য রাখেন সিদ্দিক হোসেন শাহ, গোলাম রাব্বানী শাহ, মেহেদী হাসান শাহ, আজাদ শাহ, কাফিল, আব্দুল গফুর এবং আকাশ প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার জুমার নামাজের সময় “চকরামপুর শাহপাড়া ঢালাই রাস্তা হতে শাহপাড়া জামে মসজিদ পর্যন্ত” রাস্তাটিতে ঢালাই কাজ সম্পন্ন করা হয়। তবে সিডিউল অনুযায়ী কাজ করা হয়নি। বরাদ্দ অনুযায়ী ইট, বালু ও খোয়ার পরিমাণ ঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা)’ প্রকল্পের আওতায় রাস্তাটির সংস্কার ও উন্নয়ন কাজে মোট চার লাখ দশ হাজার টাকা বরাদ্দ ছিল। কিন্তু বাস্তবে দুই থেকে তিন লাখ টাকার কাজ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে রাস্তাটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে পড়বে। তারা এ বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত দাবি করেছেন।
এলাকাবাসী আরও জানান, প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করেন। এর আগেও সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণে অনিয়ম হয়েছিল। এবারও একই ঘটনা ঘটায় তারা প্রতিবাদ জানালে স্থানীয়ভাবে বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের দাবি, “সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”