কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক আয়োজনের মধ্যদিয়ে পালন করা হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার বিকালে উপজেলা বিএনপি‘র দুই অংশের নেতাকর্মী ও সমর্থকরা আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি ও সদ্য ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার পক্ষে তার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎপাড়ায় বাগানবাড়িতে র্যালীপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। শেষে একটি র্যালী তারাগুনিয়া বাজার প্রদক্ষিন করে।
এদিকে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েলের কর্মী সমর্থকদের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালী ও র্যালীপুর্ব আলোচনা সভায় দাবী করা হয় মনোনয়ন পরিবর্তনের।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরজ্জামান হাবলু মোল্লা বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির কমিটি গঠনের সময় আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।
শরীফ উদ্দিন জুয়েলের সমর্থনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরজ্জামান হাবলু মোল্লা, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি, আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম র্যালীতে নেতৃত্ব দেন।
র্যালীটি দৌলতপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে থেকে শুরু হয়ে সেন্টার মোড় শাপলা চত্বরে এসে শেষ হয়।