
৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর বাদ জুম্মা নামাজের পর বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য উমর ফারুক, সাবেক মেয়র আবু বক্কর সিদ্দীক, আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দীন জাহাগীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু, যুবদল নেতা মোর্শেদ হোসেন লিটু, ফারুক আহমেদ, আলামিন সাধন, রাকিবুল ইসলাম বকসী রকি, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সদর ছাত্রদলের আহবায়ক শিথিল আহমেদ, সদস্য সচিব সোহেল রানা, ছাত্রদল নেতা বিপুল আহমেদ, ছাত্রদল নেতা ইকবাল রাবি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |