সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী শোডাউনে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ PM আপডেট: ০৮.১১.২০২৫ ৮:৩৯ PM
বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের নির্বাচনী শোডাউনে শনিবার বিকেলে ঢাকা-১১ আসন জুড়ে সৃষ্টি হয় জনস্রোত। 

বাড্ডা, ভাটারা, রামপুরা, হাতিরঝিলসহ আশপাশের এলাকায় হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি ড. কাইয়ুমের শোডাউনটি ছিল তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতীকী প্রদর্শন। 
মিছিল, স্লোগান আর ঢাকঢোলের শব্দে মুখরিত হয় পুরো মহাসড়ক। শ্রমজীবী, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের অংশগ্রহণে এটি পরিণত হয় গণজাগরণে।

গণসংযোগকালে এম এ কাইয়ুম বলেন, “এই আসনের জনগণ গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই সংগ্রাম শেষ পর্যন্ত চলবে।”

প্রসঙ্গত, ইতালি্র নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় দীর্ঘদিন নির্বাসিত থাকা এম এ কাইয়ুম দেশে ফিরে দলীয় রাজনীতিতে সক্রিয় হন। তার এই প্রত্যাবর্তন ও মনোনয়ন প্রাপ্তি এলাকায় ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাইয়ুমের জনপ্রিয়তা ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে এই আসনে ইতোমধ্যেই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত