বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী।
তিনি বলেছেন, আওয়ামী লীগের পরিণতি হবে বিএনপির। এর মধ্যেই মৃত্যুঘণ্টা বেজে গেছে। আপনারা মনে করছেন আমাদের দুটো আসন দিয়ে কিনে ফেলবেন। এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকতে বাস্তবায়িত হবে না। মাঠে এখন জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে। এবারের নির্বাচনে বড় ধরনের খেলা হবে। দেখি আপনাদের এই টাকার মনোনয়ন বাণিজ্যের কত জোর, আর আমাদের রক্তের কত জোর, সেটিরই খেলা হবে ইনশাল্লাহ।
আজ রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
নাসীরুদ্দিন বলেন, এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে নির্বাচন করতে আর যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি। জনগণের মধ্যে আবার যাব। অনেকে বলে এনসিসি নাকি চাঁদাবাজি করে। আরে এরা কত টাকা চাঁদাবাজি করছে? আপনাদের প্রত্যেকটা মানুষের যে চাঁদাবাজি করেছে এই টাকা এক করলে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে।
সাবেক মেয়র আইভীর জামিন ইস্যুতে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীগুলাকে যখন আমরা জেলে নিয়ে যাই, তখন ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে। এ যে আইভী জামিন পেল, কীভাবে পেল? কত কোটি টাকার বাণিজ্য হয়েছে। বিএনপি ল' ইয়ার এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের চান্দি গরম হয়ে যায়। আমরা অনেকে বলে থাকি যে, রাজনীতি করতে এলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে। রয়ে-সয়ে কথা বলতে হবে। তাহলে মিটিং-এ তো অ্যারেঞ্জ করা যাবে না। আর আমরা অনেক আগেই তো গোলটেবিলের রাজনীতি খারিজ করে দিয়েছি। এই যে গুলশান-বনানীতে বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে, বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে, এটা তারা ভাগ করছে। অথচ ৫ আগস্ট সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তারা সেখানে গোলটেবিল বসিয়েছে।