সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
সাদুল্লাপুরে জলাশয়ে ভাসছিল নিখোঁজ যুবকের লাশ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্জন জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামের একযুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামসংলগ্ন একটি জলাশয় থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ওই এলাকার লোকজন মিলনের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য তা থানায় নিয়ে যায়। 

মৃতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার রাত ৭টার দিকে মিলন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর গভীর রাতেও তিনি বাড়িতে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই একপর্যায়ে পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে একটি মরদেহ ভাসার খবর পেয়ে তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে মরদেহটি মিলনের বলে তারা শনাক্ত করেন। তবে পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যু রহস্যজনক।

এদিকে রহস্যজনক মৃত্যুর এ ঘটনায় গোটা এলাকায় নানা গুজ্ঞন চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের পরিবার কিংবা পুলিশ মৃত্যুর বিষয়ে সঠিক কোনো কারণ জানাতে পারেনি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত