বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
চন্দনাইশে লকডাউন ঘিরে অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন
চন্দনাইশ ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৫৭ PM
 চন্দনাইশে লগডাউন ঠেকাতে মহাসড়কে ওসি গোলাম সরওয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম

চন্দনাইশে লগডাউন ঠেকাতে মহাসড়কে ওসি গোলাম সরওয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম

রাজধানী সহ সারাদেশে  চরম উত্তেজনা বিরাজ করলেও চট্টগ্রামের চন্দনাইশে  লকডাউন ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস‍্যরা। উপজেলার বিভিন্ন  গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টহল জোরদার করা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থানে কঠোর নজরদারি রয়েছে পুলিশ প্রশাসন। যানচলাচলও রয়েছে স্বাভাবিক। লকডাউনে অরাজকতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। নেই জনমনেও কোনো আতঙ্ক। 

এদিকে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে রাজপথে থাকার হুশিয়ারি দিয়েছেন বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। 

উপজেলা বিএনপি নেতা এডভোকেট নাজিমউদ্দিন ও শফিকুল ইসলাম রাহী জানান, লকডাউন ঠেকাতে রাজপথে কঠোর অবস্থানে রয়েছে আমাদের নেতাকর্মীরা। নাশকতা ও অরাজকতাসহ ফ্যাসিবাদিদের যেকোন বিশৃঙ্খলা সৃষ্টি  কঠোরভাবে  প্রতিহত করবে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

উল্লেখ্য , ২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশে ছাত্র-জনতার কঠোর আন্দোলন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগ করেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। এ মামলার সহ-অভিযুক্ত হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও বেশ  কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ পালাতক রয়েছেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার জানান, লকডাউন ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে প্রশাসন।  উপজেলার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। এবং কোনো অরাজকতা সৃষ্টি যাতে না হয় সেদিকে বিশেষ নজরদারি রয়েছে আমাদের পুলিশ সদস‍্যরা।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত