বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৩০ PM

বগুড়ার নন্দীগ্রামে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা জনসাধারণের হাতে পৌঁছে দিচ্ছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে বিএনপির লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরতে দিনমজুর, ভ্যানচালক ও সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন যুবদল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটধুমা, গোয়ালগাড়ী, কল্যানগর, ৩নং ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় ধানের শীষে ভোট চেয়ে স্থানীয়দের মাঝে ৩১ দফা রূপরেখার ব্যাখ্যা তুলে ধরেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল।

লিফলেট বিতরণকালে আব্দুর রউফ রুবেল বলেন— “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে আমরা সাবেক এমপি মোশারফ ভাইয়ের নির্দেশনায় এই রূপরেখা তৃণমূলে পৌঁছে দিচ্ছি। বিএনপি সরকার গঠন করলে জনগণকে সঙ্গে নিয়েই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, ৩নং ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল হেলাল, যুবদল নেতা আলম হোসেন, ঝিনুক হোসেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ প্রমুখ।

এ সময় ইউনিয়ন যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত