টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের নেতৃত্বে এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউনটি কালিহাতী পৌর এলাকা, বীর বাসিন্দা, কস্তুরীপাড়া, কোকডহরার চারান, বল্লার সিঙ্গাইর, বালিয়াটা হয়ে সন্ধ্যায় পৌজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পথ সভার আয়োজন করা হয়।
এসময় টাঙ্গাইল-৪ ( কালিহাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে কালিহাতীর মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই আমাদের মূল লক্ষ্য।আমি বিশ্বাস করি, এই ঐক্যবদ্ধ জনসমর্থন বিএনপির বিজয় নিশ্চিত করবে।আমরা কাউকে ভয় পাই না, জনগণের শক্তিই আমাদের আসল শক্তি।
এসময় উপস্থিত ছিলেন,মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, মোজাম্মেল হক হিরো, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম রতন, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম শেখ, যুবদল নেতা শরীফ মোল্লা, কালিহাতী পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ সোহাগ, ছাত্রদল নেতা সাব্বির হোসেন ও মনির হোসেন প্রমুখ।