আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনে নির্বাচনী মাঠে গতি এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
বৃহস্পতিবার দিনভর তিনি নন্দীগ্রাম বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দিনব্যাপী গণসংযোগে ড. ফয়সাল পারভেজ এলাকার দোকানদার, কৃষক, দিনমজুর, তরুণ ও প্রবীণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ঘরে ঘরে গিয়ে এলাকার মানুষের নানা সমস্যা, উন্নয়ন চাহিদা এবং দৈনন্দিন দুর্ভোগ সম্পর্কে জানতে চান। স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় অনেকেই সড়ক সংস্কার, শিক্ষা ও চিকিৎসা সুবিধা বাড়ানো, কৃষি সহায়তা এবং বেকার তরুণদের কর্মসংস্থানের দাবির কথা উল্লেখ করেন।
এসব বিষয়ে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দেন।
গণসংযোগকালে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “আমি রাজনীতি করি জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য। এই এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি চাই, নন্দীগ্রাম ও কাহালু যেন শিক্ষায়, কৃষিতে ও অবকাঠামো উন্নয়নে একটি মডেল এলাকা হিসেবে গড়ে ওঠে। জনগণের সুখ–দুঃখে পাশে থাকতে চাই। জনগণ যদি আমায় দায়িত্ব দেন, উন্নয়ন দিয়ে কৃতজ্ঞতা শোধ করব।”
তিনি আরও বলেন, “নির্বাচন শুধু প্রতিযোগিতা নয়, এটি মানুষের সেবা করার সুযোগ। আমি চাই, ভেদাভেদ ভুলে সবাই মিলে উন্নত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে।”
এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবাদুর রহমান, সাবেক আমীর আনোয়ারুল হক, নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার, উপজেলা শিবির সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক সভাপতি আমিরুল ইসলাম মমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, ড. ফয়সাল পারভেজ একজন শিক্ষিত, সৎ ও জনগণের প্রতিনিধি হিসেবে যোগ্য প্রার্থী। তার নেতৃত্বে নন্দীগ্রাম-–কাহালু এলাকার উন্নয়ন গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।