বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
চরপুটিমারী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:০৫ PM আপডেট: ১৩.১১.২০২৫ ৩:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ পাওয়ার পরও তালিকা জমা না দেওয়ার জটিলতায় আটকে আছে চরপুটিমারী ইউনিয়নের উন্নয়ন প্রকল্প। এতে উন্নয়ন কার্যক্রম থেমে যাওয়ার আশঙ্কা।

জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও উন্নয়নের জন্য চরপুটিমারী ইউনিয়নে কাবিটা প্রকল্পে ১২ লাখ ১৪ হাজার ৮০ টাকা, টিআর প্রকল্পে ৮ লাখ ৯৭ হাজার ১৫৯ টাকা, ৭ দশমিক ২৪০ মেট্রিক টন চাল ও ৭ দশমিক ২৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। তবে ইউনিয়ন পরিষদ থেকে নির্ধারিত সময়ে প্রকল্পের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা না দেওয়ায় ওই ইউনিয়নের উন্নয়ন কাজের প্রক্রিয়া আটকে যাওয়ার আশঙ্কা।

১১ নং চরপুটিমারী ইউনিয়ন বিএনপি (উত্তর) শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া বলেন, তালিকা জমা দেওয়ার সময় সীমার বিষয়টি আমাদের জানা ছিল না। আগামী রবিবারের মধ্যে আমরা তালিকা জমা দেব।

অপরদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ১১টি প্রকল্পের মধ্যে স্থানীয় বিএনপি ৮টি প্রকল্প নিয়েছে। পরিষদে মাত্র ৩টি প্রকল্প রেখেছে। তাদের নেওয়া প্রকল্প গুলোর তালিকা না দেওয়ায় আমি উপজেলা অফিসে তালিকা জমা দিতে পারিনি।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরে এ শেফা বলেন, চরপুটিমারী ইউনিয়নকে তালিকা দেওয়ার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা সময় মতো জমা না দেওয়ায় অন্য ইউনিয়ন গুলোর তালিকা জেলা অফিসে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত