হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে সভাটি পরিচালনা করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম,বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদ হোসেন, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ইউনুছ আলী তালুকদার, সহ-সভাপতি শফিক মোল্লা, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন এবং তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান।দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক গউছ মিয়া,আরটিভি'র সাংবাদিক মুজাহিদ মুসি, সাংবাদিক আসাদ খান, সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ, সাংবাদিক মনির সরকারসহ বন্যপ্রাণী জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য সুহেল আহম্মেদ, সজল মিয়া, এংরাজ মিয়া, জমিলা খাতুন, বিলাল মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বলেন, “বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য মানুষের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িত। বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো অবস্থাতেই বন্যপ্রাণী শিকার করা যাবে না।”
তিনি আরও বলেন, “পশুপাখি কৃষি জমির পোকামাকড় খেয়ে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে। তাই প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে।”
সভায় বক্তারা বন্যপ্রাণী শিকার, বনভূমি ধ্বংস ও অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভা শেষে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়।