শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
চন্দনাইশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০১ PM

চট্টগ্রামের চন্দনাইশে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের  ৩১ দফা কর্মসূচি ঘোষণা বাস্তবায়নে প্রচারনার অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন  চন্দনাইশ-১৪ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত‍্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।

শনিবার দুপুরে উপজেলার বিজিসি ট্রাষ্ট সংলগ্ন নোঙ্গর রেষ্টুরেন্টে  এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারে যেসব পদক্ষেপ গ্রহন করছেন তা তিন বছর আগে লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  রাষ্ট্র সংস্কারে  ৩১ দফা কর্মসূচীতে উল্লেখ আছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৩১ দফার বিকল্প নেই।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ‍্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা চন্দনাইশে এখন ধানের শীষে প্রার্থী চায়। তবে তিনি এটাও বলেন, ব‍্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। মতবিনিময় কালে তিনি রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচিকে লিখনির মাধ‍্যমে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন‍্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মাবুদ মাহাবু, এডভোকেট রফিক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুছ বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য জাহাঙ্গীর আলম, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক  আল মোহাম্মদ হিরোসহ স্থানীয় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত