গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজারে স্বর্ণের দোকান ‘রাসু জুয়েলার্স’ এ চুরি করতে গিয়ে দুই চোরকে আটক করেছে স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালিক পানির জন্য বাইরে গেলে সুযোগ বুঝে দুই ব্যক্তি দোকানে প্রবেশ করে ব্যাগের চেন খুলে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বাজারের ব্যবসায়ী লিটু মোল্লা তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে একজনকে আটক করেন এবং দ্রুত দোকান মালিককে বিষয়টি জানান।
খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকেই আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের পরিচয়:
১. আমির হোসেন (৪৯), পিতা রফিক হোসেন, মাতা নবিরন নেছা, গ্রাম বিন্নাবাড়ি, বোয়ালমারী, ফরিদপুর।
২. সবুর মিয়া (৬২), পিতা মসলেম মাতুব্বর, মাতা মৃত নবিরন নেছা, গ্রাম ছোলনার, বোয়ালমারী, ফরিদপুর।
পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটির পর বাজার এলাকায় নিরাপত্তা ও সতর্কতা জোরদার করা হয়েছে।