কলকাতা টেস্টে খেলার মাঠের চেয়ে বেশি আলোচনায় এখন শুভমান গিলের শারীরিক অবস্থা। গুরুতর ঘাড়ের চোট পাওয়ার পর ম্যাচ চলাকালীনই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এনডিটিভির তথ্য মতে, কলকাতার উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে ভারতের অধিনায়ককে।
হাসপাতাল সূত্র জানায়, গিলকে আইসিইউতে রাখা হয়েছে সম্পূর্ণ সতর্কতার অংশ হিসেবে। তাঁর অবস্থা মূল্যায়নে চারজন বিশেষজ্ঞকে নিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, একজন নিউরোসার্জন, একজন নিউরোলজিস্ট এবং একজন কার্ডিওলজিস্ট।
ঘাড়ে তীব্র ব্যথা অনুভব করে মাঠেই কুঁকড়ে পড়েছিলেন গিল। সাইমন হারমারের বলে সুইপ করতে গিয়ে আচমকা ঘাড়ে ব্যথা ধরলে ফিজিওকে ডাকতে হয়। পরে হাসপাতালে নেওয়ার পর স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গিলের এমআরআইতে বড় কোনো জটিলতা ধরা পড়েনি। রাতজুড়ে আইসিইউতে পর্যবেক্ষণে থাকার পর তার ব্যথা কিছুটা কমেছে এবং তিনি স্বাভাবিকভাবে নাশতাও করেছেন। তবু তাকে আপাতত আইসিইউ থেকেই সরানো হচ্ছে না। আরও কয়েক দফা পরীক্ষা ও পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিসিসিআই নিশ্চিত করেছে, কলকাতা টেস্টের বাকি অংশে আর দেখা যাবে না শুভমান গিলকে। পরবর্তী গুয়াহাটি টেস্টে তার খেলা নির্ভর করবে সেরে ওঠার গতি এবং আইসিইউ পর্যবেক্ষণ শেষে চিকিৎসকদের মূল্যায়নের ওপর।