রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
তেলুগু সিনেমায় ‘বজরঙ্গি ভাইজান’ এর মুন্নি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ এর ছোট্ট মুন্নি মনে আছে কি? সেই মিষ্টি, নির্বাক পাকিস্তানি মেয়েটির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন হর্ষালি মালহোত্রা। প্রায় এক দশক পর হর্ষালি এবার দক্ষিণ ভারতীয় সিনেমা হাত ধরে বড়পর্দায় ফিরছেন।

জানা গেছে, ৬৫ বছর বয়সী তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণ এর আসন্ন ছবি ‘অখণ্ড ২’এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হর্ষালি। এটি তার তেলুগু ডেবিউ এবং এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান মুক্তির অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে উপস্থিত ছিলেন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

হর্ষালি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বড় পর্দায় ফিরতে তিনি বহুদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। তিনি ‘জনানি’ নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা গল্পে বড় পরিবর্তন আনতে পারে। নির্মাণ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চরিত্রটির গুরুত্ব গল্পের গতিপ্রকৃতিতে বড় প্রভাব ফেলবে।

ছবিটি একাধিক ভাষায় মুক্তি পাবে হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম। এর ফলে হর্ষালির জন্য এটি বড় পরিসরে দর্শকের সামনে আসার সুযোগ তৈরি করবে। নতুন অধ্যায়ে তিনি কতটা সফল হবেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

‘বাজরঙ্গি ভাইজান’ এর পর হর্ষালি ছোটপর্দায় কম দেখা গিয়েছিল। তবে এবার তিনি অভিজ্ঞতা ও প্রস্তুতি নিয়ে বড়পর্দায় ফিরছেন। নির্মাতারা জানাচ্ছেন, হর্ষালির চরিত্রটি গল্পে আবেগ ও নাটকীয়তার কেন্দ্রবিন্দু হবে।

ছবির প্রস্তুতি, শুটিং ও নতুন লুক নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভক্তরা আগ্রহীভাবে হর্ষালির অভিনয় ও তার টেলুগু ডেবিউ কেমন হবে তা দেখতে চাইছেন।

হর্ষালি ছোট্ট মুন্নি থেকে বড় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান প্রমাণ করতে যাচ্ছেন। এই নতুন ছবি তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিত করাবে। পরিচালক ও প্রযোজকরা বলছেন, চরিত্রটির গভীরতা ও অভিনয়ের মান ছবির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত