রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
ফেনীতে শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ AM

ফেনীতে শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে সদর মডেল থানার সামনে স্থাপিত এ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্মৃতিস্তম্ভের একটি অংশ।

ঘটনাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা জানান, শহরের মাঝখানে এমন অগ্নিসংযোগের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। কে বা কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দিলে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিসংযোগের কারণ, পরিকল্পনা এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত