ফেনীতে শহরের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে সদর মডেল থানার সামনে স্থাপিত এ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্মৃতিস্তম্ভের একটি অংশ।
ঘটনাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনায় হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা জানান, শহরের মাঝখানে এমন অগ্নিসংযোগের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। কে বা কারা এ হামলা চালিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দিলে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিসংযোগের কারণ, পরিকল্পনা এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।