রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
টঙ্গিবাড়ীতে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৫১ PM

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার বিদ্যালয় মাঠে বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন কর্মসূচির আয়োজন করা হয়।

এ আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সংসদের সহ-সভাপতি আ: আজিজ মোল্লা। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খাইরুল কবির ও কাজল হালদার। সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ: হামিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংসদের সাবেক সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি জালালউদ্দিন শেখ, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক এস. এম. আক্তার হোসেন, অর্থ সম্পাদক অনিসুর রহমান স্বজল, সদস্য কাজী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমির হোসেন মেম্বার, সমাজসেবক মনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানটি বিশেষ সহযোগিতা করে বাংলাদেশ পেট্রিয়ট সোসাইটি (বিপিএস)। চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন বি-চাঁদপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মাজহারুল হক (বি.এন.এস)।

এ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী বিনামূল্যে মানসম্মত চোখের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত