রবিবার ১৬ নভেম্বর ২০২৫ ২ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ১৬ নভেম্বর ২০২৫
সাবেক এমপি ফারুক খন্দকারের আয়কর নথি জব্দের আদেশ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:০৯ PM

পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদেশটি দেন জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রিন্স ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ৩৯টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলন করা হয়েছে মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক লেনদেন, যা মানি লন্ডারিংয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে।

তদন্ত কর্মকর্তারা আদালতে জানিয়েছেন, আসামির ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশ ও সংরক্ষিত নথি পর্যালোচনা করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত প্রিন্সের টিআইএন নং ৭৬৩৮৬৮১২৮২০৩ এর অধীনে কর সার্কেল-৯ (পাবনা), কর অঞ্চল রাজশাহী-এ থাকা সব আয়কর নথি জব্দ এবং একটি সত্যায়িত কপি তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দেন। এছাড়া আদেশের অনুলিপি সংশ্লিষ্ট কর কর্মকর্তাদের কাছে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত