সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল মহড়া
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৪১ AM আপডেট: ১৭.১১.২০২৫ ১১:৪৪ AM

ঢাকার ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা যাত্রী পরিবহনকারী বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার রাত ১২টার দিকে ধামরাই ঢুলিভিটা থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর গিয়ে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা ‘বাসের মধ্যে আগুন কেনো, খুনি হাসিনা জবাব দে’, ’আওয়ামী লীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

মোটরসাইকেল মহড়ায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন দিপু, পারভেজ পাঠান, ছাত্রদল নেতা সাব্বির রহমান, সোহাগ দেওয়ান বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত