শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোর মোটরে ওড়না পেঁচিয়ে মাথা দ্বিখণ্ডিত হয়ে আসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিমা বেগম পূর্ব ডামুড্ডা ইউনিয়নের দাইমিচর ভয়রা গ্রামের আসাদ হাওলাদারের স্ত্রী। তাদের একমাত্র ছেলে আয়মনকে নিয়ে ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন আকিকার অনুষ্ঠানের জন্য।
স্থানীয়রা, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আসিমা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ছেলের আকিকার মাংস নিয়ে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ডামুড্যা বাজার থেকে শরীয়তপুরগামী একটি ব্যাটারিচালিত অটোতে ওঠার পর কুতুবপুর এলাকায় অটোর মোটরের সাথে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, “সকালে বাজারে যাওয়ার পথে শুনি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি অটোতে দেহ আর রাস্তার পাশে মাথা পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।”
নিহতের স্বামী মোহাম্মদ আসাদ হাওলাদার বলেন, “গতকাল আমার ছেলের আকিকা ছিল। এজন্য পরশুদিনই স্ত্রী ঢাকা থেকে আসে। আজ সকালে তিনি বাবার বাড়ি যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই ফোনে শুনি দুর্ঘটনার খবর। এসে দেখি স্ত্রী আর বেঁচে নেই। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।”
ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। দেখি অটোর মোটরের সাথে নিহতের ওড়না পেঁচানো এবং দেহ বিভক্ত অবস্থায় রয়েছে। আমরা দ্রুত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।”