ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১২ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে সরকারি সহায়তার বীজ ও সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।
এ ছাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক হোসেনসহ স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ আজম।
অনুষ্ঠানে ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, “কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার প্রধান শক্তি। তাঁদের উৎপাদন বৃদ্ধিতে সরকার নিয়মিত প্রণোদনা দিয়ে আসছে। বিনামূল্যের এই বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করা গেলে রবি মৌসুমে ফলন আরও বাড়বে।” তিনি আরও বলেন, “চরফ্যাশনের কৃষিকে শক্তিশালী করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”