মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
শার্শায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ PM

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন(২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিপ্লবের মা পারুল বেগম বলেন, রাত প্রায় ২টার দিকে বিপ্লব বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলে হঠাৎ একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। তিনি দাবি করেন, অজ্ঞাত কয়েকজন লোক অন্য কাউকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল। দরজা খুলে বাইরে আসতেই বিপ্লব বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন। তার ভাষ্য, বিপ্লব মাঠে শ্রমিকের কাজ করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তবে স্থানীয় একটি সূত্র ও পুলিশ জানায়, বিপ্লব নিজেই বোমা তৈরি করতে গিয়ে আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরিবারের সদস্যরা তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এরপর অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে বোমা তৈরি করতে গিয়ে বিপ্লব আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত