মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাই
১৫ গরুসহ ৪৮ লাখ টাকার মালামাল লুট
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:২৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। এতে গরু, ট্রাক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকার মালামাল লুট করা হয়েছে।
 
এ ঘটনায় রোববার দিবাগত রাতে অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করে মামলা করেছেন গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগড়ার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ।

বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গুলজার আলম।

মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী তাওসীফের গরু ক্রয়-বিক্রয়ের প্রতিনিধি হিসেবে দীর্ঘ ১০-১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকার মোঃ সেলিম মিয়া। শনিবার সেলিমের মাধ্যমে কুষ্টিয়ার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করা হয়। পরে গরুগুলো সেলিম মিয়ার চালিত ট্রাকে (ঢাকামেট্রো-ট-২০-৫১৯৮) করে চট্টগ্রামের সাতকানিয়া বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়।

রাত আনুমানিক দেড়টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরিহিত ৯-১০ জনের একটি দল লেজার লাইট দেখিয়ে ট্রাক থামানোর সংকেত দেয়। ট্রাক থামানোর পর তারা ট্রাকে মাদক বহনের অভিযোগ তুলে চালক সেলিম, হেলপার ও গরু ব্যবসায়ীর প্রতিনিধিকে কিল-ঘুষি মেরে একটি হাইয়েসে তুলে নেয়। পরে তিনজনের হাত-পা গামছা ও মুখ স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এরই মধ্যে ডাকাত দলের দুই সদস্য ট্রাকটি চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তিনজনকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রোববার ভোরে লালমাই এলাকার একটি ঝোপের পাশে ফেলে রেখে যায় ডাকাত চক্র। সকালে প্রতিনিধি সেলিম মিয়া ব্যবসায়ী তাওসীফের স্বজনকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, ডাকাত দলের সদস্যরা ডিবি পুলিশের ইউনিফর্ম, জিন্স-টাউজার ও খাকি রঙের প্যান্ট পরিহিত ছিল। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং তারা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের হাতে দুইটি পিস্তল এবং একটি হ্যান্ডকাপ ছিল বলেও উল্লেখ করা হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত