নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আনোয়ারুল ইসলাম উপজেলার মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মহাদেবপুর থানায় একটি নাশকতায় মামলায় তাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রাতেই তাকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ শাহিন রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান।