মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
টাঙ্গাইল-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
টা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২০ PM

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে সমর্থকরা। মঙ্গলবার দুপুরে মানববন্ধনটি উপজেলার হামিদপুর বাজার থেকে শুরু হয়ে দেওলাবাড়ি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। 

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর বিএনপির সভাপতি মঞ্জুরল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি'র ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

এসময় বিএনপির নেতা-কর্মী ও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, টাঙ্গাইল-৩ আসন থেকে কেন্দ্রীয় বিএনপি ওবায়দুল হক নাসিরকে মনোনয়ন দেয়। কিন্তু নাসিরের বাসা ঘাটাইলে নয়। ঘাটাইলের সাবেক এমপি ও মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ দীর্ঘদিন ধরে দলীয় নেতা কর্মীদের সাথে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আজাদকে মনোনয়ন না দিয়ে নাসিরকে দেয়া হয়েছে। অতিদ্রুতই নাসিরের মনোনয়ন বাতিল করে আজাদকে দেয়ার দাবি করছি। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত