মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
হবিগঞ্জে বাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:০৮ PM

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাছের বাগান থেকে রনি মিয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি উপজেলার বাঘাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে। নিহতের মা রেজিনা বেগম বলেন, সোমবার রাতে রনি ঘর থেকে বের হয়। এরপর আর ফিরেনি। সকালে বাড়ির পাশে গাছের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যা বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি আত্মহত্যা হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত