মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২৩ PM

সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ এবং আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এসময় বিক্ষোভকারীরা সড়কের ওপর শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, দলীয়ভাবে বহিষ্কৃত একজন নেতাকে মনোনয়ন দেওয়া নিয়েই দ্বিমত ও ক্ষোভ চরমে উঠেছে।

বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম গত ১৫ বছর নেতা–কর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন। আন্দোলন–সংগ্রাম ও সংগঠনের প্রতিটি পর্যায়ে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বারবার তিনি জেল জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে একজন বহিষ্কৃত নেতাকে মনোনয়ন দেওয়া ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেন তারা।

তারা অবিলম্বে বহিষ্কৃত নেতা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভস্থলে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিবসহ আরও অনেকে।

বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচির কারণে আমতলা মোড় ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত