শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
রামেক হাসপাতালে আনসার সদস্য কর্তৃক ভুয়া ডাক্তার আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৫১ AM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সময় এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। হাসপাতাল ও সেবাপ্রত্যাশীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্ব আবারও বড় ভূমিকা রাখল।

গতকাল বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মো. শাহিনুর রহমান ও মো. তাজুল ইসলাম এর। তিনি চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছিলেন এবং নিজেকে ডাক্তার পরিচয় দিচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন যে তিনি একজন ভুয়া ডাক্তার ও প্রতারক। তার নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সতর্ক দায়িত্বশীলতা ও দ্রুত পদক্ষেপে ভুয়া ডাক্তার, প্রতারক, দালাল ও অসাধু চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা প্রত্যাশীরা জানিয়েছেন, আনসার সদস্যদের এমন তৎপরতা রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আস্থা বাড়িয়ে তুলছে। তারা দায়িত্বরত আনসার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আরও সংবাদ   বিষয়:  রামেক   হাসপাতালে   আনসার   ভুয়া ডাক্তার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত