আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গফরগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার গফরগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আঃ হামিদ শেখ, বিএনপি নেতা আবুল খারুক, আবুল কালাম, হাজী সাত্তার, আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, সাবেক ছাত্রদল নেতা রকিব মন্ডল প্রমুখ।
উঠান বৈঠক চলাকালে জান্নাতুল ফেরদৌস নামে এক নারী বলেন, আপনি গফরগাঁওয়ে দীর্ঘ ১৭ বছর হাজার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে গরিবের ডা. হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তবে আমার প্রশ্ন- আপনি এমপি হলে নারী শিক্ষার ক্ষেত্রে কী ভূমিকা রাখবেন?
এমন প্রশ্নের জবাবে ডাঃ রানা বলেন, নারীর নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক বিষয়। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান নারীদের নিরাপত্তায় ৫টি উদ্যোগ গ্রহণ করেছেন। যার মাধ্যমে নারীর নিরাপত্তা, সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত হলে আগামীর বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে ।