রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
মনোয়ার সরকারের উদ্যোগে
কুমিল্লায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৫৫ PM

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা উপজেলার কাশিপুর এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে  মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার সরকার। তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জানান, “মানুষের কল্যাণে রাজনীতি এটাই আমাদের লক্ষ্য। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন,শ্রীমদ্দি বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহ,এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় জনগণ এত বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত দেখতে চান বলে মত প্রকাশ করেন।


আরও সংবাদ   বিষয়:  ফ্রি মেডিকেল ক্যাম্প   কুমিল্লা   হোমনা   তিতাস   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত