আয়ারল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। কারণ, এই সিরিজ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার এই অর্জন জয় দিয়ে রাঙানোর কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথা রেখেছেন দলের সতীর্থরা। দাপুটে পারফরম্যান্সে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে শান্ত বাহিনী।
সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের ২১৭ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছেন শান্ত-লিটনরা।
ঢাকা টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬৫ রানে অলআউট হয় আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করলে ৫০৯ রানের বড় লক্ষ্য পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ২৯১ রানে তারা অলআউট হলে ২১৭ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
১৭৬ রানে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন ৩৪ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামা কার্টিস ক্যাম্ফার। তাকে যোগ্য সঙ্গ দেন জর্ডান নেইল।
তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৪৬ বলে ৩০ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন এই ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ক্যাম্ফার। তার ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে আয়ারল্যান্ড।
দ্বিতীয় সেশনেও দুর্দান্ত লড়াই করেছেন আইরিশ ব্যাটার ক্যাম্ফার, তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন গাভিন। কিন্তু ১০৪ বলে ৩৭ রান করে হাসান মুরাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পরের বলে ম্যাথিউকে ডাক করে দলের জয় নিশ্চিত করেছেন এই টাইগার স্পিনার। অপর প্রান্তে ২৫৯ বলে ৭১ রান করে অপরাজিত থেকে হার এড়াতে পারেননি ক্যাম্ফার।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে হাসান মুরাদ ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও খালেদ আহমেদ ও মেহেদী হাসাদ মিরাজ নেন একটি করে উইকেট।