শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ PM আপডেট: ২২.১১.২০২৫ ১২:৪৬ PM

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত হবে ছাত্র-যুব সমাবেশ, যা ‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ শ্লোগানে অনুষ্ঠিত। সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামীর শিষ্য নেতারা শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, ঢাকা মহানগরী দক্ষিণে আমীর ও নবাবগঞ্জ সরকারি কলেজে সাবেক ভিপি এবং চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

সমাবেশের আয়োজন সফল করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিমকে আহবায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ। এই সমাবেশ বাস্তবায়নে জামায়াত ১৩ টি উপকমিটি গঠন করা হয়েছে। ছাত্র -যুব সমাবেশের ব্যবস্থাপনায় ৬০০ স্বেচ্ছাসেবক, ২ টি মেডিকেল বুথ ও বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য  হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বক্কর, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মোঃ মোখলেশুর রহমান প্রমুখ। 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত