শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
ঈশ্বরদীর মহাসড়কে ময়লার স্তূপে বড় দূর্ঘটনার হাতছানি
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:১৪ PM আপডেট: ২২.১১.২০২৫ ৩:১৭ PM

ঈশ্বরদী-ঢাক মহাসড়ক হয়ে উপজেলা শহর ঈশ্বরদীতে প্রবেশের পথ একটিই। তবে পৌর কর্তৃপক্ষের অবহেলা আর পৌরবাসীর উদাসীনতায় এই শহরের প্রবেশ পথ হারুখালিতেই তৈরী হয়েছে ময়লার ভাগার। যার ফলে এই শহরে মানুষকে প্রবেশ করতে হয় নাক চিপে ধরে। শুধু তাইনয়, বর্তমানে এই মহাসড়ককেই বানানো হয়েছে ডাস্টবিন। তাই মহাসড়কের উপরেই তৈরী করা হয়েছে ময়লার বিশাল স্তূপ। ব্যস্ততম মহাসড়কে ময়লার স্তূপ থাকায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

সরেজমিনে ঈশ্বরদী পৌর শহরের ডাস্টবিন খ্যাত হারুখালী ঘুরে দেখা যায়, আঞ্চলিক গ্যাস ট্রান্সমিশন স্টেশন থেকে বাংলাদেশ ইক্ষুগবেষণা ইনস্টিটিউট এর প্রধান ফটক পর‌্যন্ত প্রায় ১ কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে ময়লা। কর্তৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মরা পশুপাখি সহ দৈনন্দিন কাজে তৈরী হওয়া সকল ময়লা বিভিন্ন পরিবহন এমনকি ট্রাক যোগেও এখানে ফেলে যায় স্থানীয় ও পৌর সভার কর্মীরা।

বছর জুড়ে ময়লার দূর্গন্ধে নাক টিপে পরপার হলেও এবার এ রাস্তায় চলাই দূরুহ হয়ে পড়েছে পথচারীদের। কেননা, রাস্তার দুই ধারে ময়লা ফেলতে গিয়ে এবার মহাসড়কের উপরেই ট্রাকভর্তি ময়লা ফেলা হয়েছে। এতে দূর্গন্ধের পাশাপাশি পথচারীদের চলাচলে বাধাসহ ভয়াবহ দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক পথচারী।

পথচারী মো: আবুল হাশেম বলেন, শহরেরে প্রবেশ পথে এমন একটি ময়লার ভাগার সত্যিই অপ্রীতিকর এবং দূর্ভাগ্যের। কেননা ঈশ্বরদী শহর যে কোন জেলা শহরের চেয়ে উন্নত হলেও আমাদের ময়লা ব্যবস্থা পনায় আমরা এখনো হীন মন মানষিকতার পরিচয় দিয়ে আসছি। মাঝে কিছুদিন ময়লা ফেলা বন্ধ হলেও নতুন করে আবার শুরু হয়েছে ময়লা ফেলা। এতে করে আমাদের ভোগান্তি বেড়েছে কয়েকগুন।

স্থানীয় একটি কারখানার কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঈশ্বরদী পৌরসভা থেকে গাড়ীতে করে রাতে ও সন্ধ্যায় এসে এইখানে ময়লা ফেলে যায়। এই ময়লার দূর্গন্ধে আমাদের এই এলাকাতে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। 

জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মনিরুজ্জামান বলেন, যেহেতু পৌর শহরের সবখানে সিসি ক্যামেরা স্থাপন নেই, তাই অভিযুক্তদের সনাক্ত করাটা কষ্টসাধ্য। তবে ঐ এলাকায় বসবাস কারীরা যদি ময়লা ফেলতে আসা গাড়ী গুলোকে আটক করে আমাদের খবর দেন তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারব।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত