নীলফামারী জেলার প্রবীণ ও সাবেক খেলোয়াড়দের প্রাণের সংগঠন সোনালী অতীত ক্লাবের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) স্থানীয় একটি হোটেলে জেলার প্রবীণ ও সাবেক খেলোয়াড়দের মিলন মেলায় সাবেক কৃতি ফুটবলার এম.এ. হাফিজ সভাপতি ও শহীদ জাহাঙ্গীর আলম স্বপনকে সাধারণ সম্পাদক এবং সাবেক কৃতি ফুটবলার বজলার রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ সময় সাবেক কৃতি খেলোয়াড় মীর আহমেদ আলী বাবু, শাহাজাদা সরকার, আবুল হাসনাত, নাসির উদ্দিন, আবু মোহাম্মদ সোয়েম, সন্তোষ কুমারসহ প্রবীন ও সাবেক অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিবছর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে নীলফামারী হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল খেলা আয়োজনের পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন অবদান রেখে চলছে।