কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সম্ভাব্য এমপি প্রার্থী সমর্থকদের মাঝে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে সেনাবাহিনী ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট এহসানুল হুদার পক্ষের ২২ নেতাকর্মীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। পুলিশ আজ রবিবার বিকালে তাদেরকে ২২ জনকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার ১২ দলীয় সমন্বয়ক জোটের চেয়ারম্যান এডভোকেট এহসানুল হুদার বিভিন্ন মিছিল রাবারকান্দি ঈদগাহ মাঠে আসা শুরু করলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেয়। এতে এডভোকেট এহেসানুল হুদার ২০ জন সমর্থক আহত এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্যের কর্মী সমর্থকরা কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
শনিবার সকাল ১১টার দিকে বাজিতপুর-নিকলী এলাকায় অন্তত ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অন্যদিকে গত শনিবার বিকেল সাড়ে ৩টায় ১২ জোটের সমন্বয়ক এডভোকেট এহেসানুল হুদার কর্মী সমর্থকদের মিছিল বাজিতপুর বাজারসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। এ সময় দুইপক্ষের ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।