খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শনিবার “গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডীন এবং এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকে সুসংহত করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের জন্য বিধিমালা সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য।
তিনি আরো বলেন, সরকারি চাকুরিবিধি, শৃঙ্খলা এবং আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করলে প্রতিষ্ঠানের কাজে গতিশীলতা আসবে এবং পেশাগত জীবনে উৎকর্ষ সাধন করা সম্ভব হবে। তিনি কর্মকর্তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজে লাগানোর আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় মূল আলোচ্য বিষয় হিসেবে বাংলাদেশের সরকারি চাকুরিবিধি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্বশাসিত বিধিমালা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীত শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ছুটি বিধিমালার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের দুজন অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিত্ব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরিফুল আলম।
প্রোগ্রামে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও হাতে-কলমে উদাহরণসহ জটিল বিধিগুলো সহজভাবে ব্যাখ্যা করেন রিসোর্স পার্সনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম।
উক্ত মৌলিক প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল গ্রেড ০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।