সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৩:১৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় গভীর রাতে দুই ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

রাজধানীর উত্তরায় জসীম উদ্দীন রোডে দুই ভাঙারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। 

আহতরা দুজন হলেন- মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২)। তারা ভাঙারি ব্যবসার পার্টনার ছিলেন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ভোর পৌনে ৬টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় নেওয়া হয়।

আল-আমিনের স্ত্রী মোছা. লাইজু জানান, ‘জসীম উদ্দীন রোডে কিচেন হাউজের সামনে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী এসে আমার স্বামী আর তার পার্টনারকে মাথায়, পিঠে ও কপালে কুপিয়ে ফেলে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা টাকা ছিনিয়ে নেয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ছিনতাইকারীর হামলায় আহত দুই ব্যবসায়ী হাসপাতালে আসেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত