সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লক্ষ টাকার চোরাচালানকৃত মালামাল জব্দ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ PM

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৯০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।  

আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা—সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে ভারত থেকে পাচারকৃত বিপুল পরিমাণ পণ্যসামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট ও সনপাপড়ি। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকাও আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা বলে জানানো হয়।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। 

তিনি আরও জানান, জব্দকৃত মালামালগুলো বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত