সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
রামগঞ্জে হুইলচেয়ার-খাদ্য সাহায্য চেয়ে পোস্ট ভাইরাল
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:৩১ PM

লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের দেনজি বাড়ির হতদরিদ্র প্রতিবন্ধী কালু মিয়া (৫৩) একটি হুইল চেয়ার, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী সাহায্য চাওয়ায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখে উপজেলা প্রশাসন, স্মার্ট গ্রুপের এমডি জহিরুল ইসলামসহ বিভিন্ন হৃদয়বান ব্যক্তি সাহায়তার আশ্বাস দিয়েছেন।

দেনজি বাড়ির জুয়েল হোসেন বলেন, কালু মিয়া স্ত্রী-দুই মেয়েকে নিয়ে দীর্ঘসময় ঢাকাতে বসবাস করতো। ছেলে সন্তান না থাকায় দুই মেয়েকে বিয়ে দিয়ে কয়েক বছর আগে গ্রামের বাড়িতে এসে বসত ঘরে লেপ-তোষক তৈরী করে বিক্রি করতো। এর মাঝে ছোটমেয়ের স্বামীর অত্যাচার-নির্যাতনে শিকার হয়ে পিতার ঘরে উঠে। দুই বছর আগে কালু মিয়া ব্রেন স্ট্রোক করে। নিজের সম্পদ বিক্রি করে এবং গ্রামবাসীর সহযোগীতা চিকিৎসা করলেও ১ বছর আগে দুইটি পা অচল হয়ে সম্পূর্ণ প্রতিবন্ধি হয়ে যায়। বাড়ি ও গ্রামের লোকজন এবং স্বজনদের সহযোগীতা নিয়ে এতোদিন সংসার চললেও এখন অর্ধহারে-অনাহারে জীবনযাপন করতে হচ্ছে। 

জুয়েল হোসেন আরো বলেন, বাড়ির লোকের এমন পরিস্থিতি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি দিতে বাধ্য হয়েছি। 

রামগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী ও যুবদল নেতা কামাল হোসেন রায়হান বলেন, হতদরিদ্র কালু মিয়ার সাহায্যেও আবেদন ভিডিওটি স্মার্ট গ্রুপের এমডি জহিরুল ইসলামের দৃষ্টিগোচর হওয়ায় সোমবার সকালে টিমের সদস্যদেরও পাঠিয়ে জরুরী সহায়তা প্রদান করে। 

উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে ইউএনও আমাকে ডেকে নিয়ে রোগী কল্যাণ সমিতির থেকে সহায়তা করতে বলেছেন। কিন্তু সোমবার (২৪ নভেম্বর) দুপুর পর্যন্ত কালু মিয়ার কোনো স্বজন আসেনি।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত