সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
বাইশারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:২৭ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী ও দোকান মালিকদের কাছে নগদ আর্থিক সহাহয়তা প্রদান করেন নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

সোমবার দুপুরে বাইশারী বাজার সংলগ্ন নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা মাঠে এই সহযোগিতা প্রদান করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ অধিনায়ক মেজর আশিক নিজেই উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যাবসায়ী ও দোকান মালিকদের  এই সহযোগিতা প্রদান করা হয়। 

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বলেন, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল  এস কে এম কফিল উদ্দিনের নির্দেশে আমরা আপনাদের নিকট সামান্য অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমুলক কাজ অসহায় দুঃস্থদের মাঝে সহায়তা, চিকিৎসা সেবা, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা, গরীব শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা, শিক্ষা উপকরণসহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, এতিম অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করে আসছে। আগামীতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

এসময় বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত