সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
হালদা নদীতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:০৫ PM

দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র মৎস্য হ্যারিটেজ হালদা নদীতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু পরিবহনের অপরাধে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫  দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিউল আলম, নৌপুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার সহযোগিতা করেন। 

জানা গেছে, সোমবার দুপুরে হালদা নদী উত্তর মাদার্শা এলাকার রামদাশ হাট নৌ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে বালুভর্তি একটি ড্রেজার দেখতে পায় হালদার কয়েকজন পাহারাদার। তারা ড্রেজারটিকে ধাওয়া করে আটকের পর নৌ পুলিশ ফাঁড়ির হাতে সোপর্দ করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করেন। 

জরিমানা প্রাপ্তরা হলেন- মোঃ ইব্রাহিম, মোঃ হান্নান ও মোঃ সবুজ। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট শাহেদ আরমান।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত