সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
সদরপুরে এবিএম ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ PM

ফরিদপুরের সদরপুর উপজেলায় লাইসেন্স না থাকায় এ বি এম ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

মোবাইল কোর্ট সূত্র জানায়, ইটভাটাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল যা পরিবেশ আইনের স্পষ্ট লঙ্ঘন।

অভিযানের সময় ভাটা মালিককে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে বৈধ লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৮ ও ১৮(১) ধারায় এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত