লক্ষ্মীপুরের রামগতিতে ৬০ জন অসচ্ছল নারী-পুরুষকে প্রশিক্ষণ শেষে বিনা সুদে ২১ লাখ ৯১ হাজার ৮৪৯ টাকার ক্ষুদ্র ঋণ ও পুনঃবিনিয়োগ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তর এ কার্যক্রম পরিচালনা করে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, সাংবাদিক কাজী দিদার, সমাজসেবক আব্দুল গনি মোল্লা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম জানান, সমাজসেবা অধিদপ্তর প্রতিবছর অসচ্ছলদের মাঝে প্রশিক্ষণসহ বিনামূল্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। এবারও পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র এবং দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম এই তিন ক্যাটাগরিতে মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের মাঝে ২১ লাখ ৯১ হাজার ৮৪৯ টাকার চেক বিতরণ করা হয়েছে।