বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
যশোরে প্রতারক চক্রের সদস্য আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ PM

নড়াইল থেকে বাড়ি ফেরার পথে প্রতারণার শিকার শরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুরের টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করা এক প্রতারককে আটক করেছেন যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

দিনমজুর শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানার রায়পুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি নড়াইল এলাকায় দিনমজুরের কাজ শেষে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে নড়াইল স্ট্যান্ডে নামেন। ওই সময় যশোরের মনিরামপুর উপজেলার মোজাম আলির ছেলে মোতালেব হোসেন (৩২) প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান।

টাকার প্রতারণা টের পেয়ে স্থানীয় লোকজন চিৎকার করলে মোতালেব দ্রুত দৌড়ে পালিয়ে যশোর জেনারেল হাসপাতাল এলাকায় ঢুকে পড়েন। এ সময় হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

পরে জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করেন, তিনি বর্তমানে যশোর শহরের চোরমারা দিঘি পাড় এলাকায় বসবাস করেন এবং অতীতেও অন্তত তিন-চারবার একই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “হাসপাতাল পুলিশ ক্যাম্প থেকে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত