বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ভোলায় পৌরসভার গাড়ী‌তে আগুন ও হামলাকারী আসামী‌দের গ্রেফতা‌রের দাবী‌তে বি‌ক্ষোভ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ২:১১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

Bhola
ভোলা পৌরসভার তিন‌টি গাড়ীতে আগুন ও কর্মচারী‌দের মারধর করা ঘটনার মামলায় আসামী‌দের গ্রেফতা‌রের দাবী‌তে মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

আজ বৃহস্প‌তিবার  সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে ভোলা পৌরসভা কর্মচারী সংসদের আয়োজ‌নে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন ক‌রেন। মানববন্ধন শে‌ষে তারা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে জেলা প্রশাস‌ক ও পু‌লিশ সুপার কার্যাল‌য়ে গি‌য়ে জেলা প্রশাস‌ক এবং পু‌লিশ সুপা‌রের  কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

এসময় বক্তারা ব‌লেন, উচ্ছেদ অ‌ভিযান‌কে কেন্দ্র ক‌রে গত ২৫ অ‌ক্টোবর বি‌কে‌লে ভোলা পৌরসভার ৩‌টি ময়লার গাড়ী‌ আগু‌নে পু‌ড়ি‌য়ে দেওয়া ও পৌর কর্মচারী‌দের মারধ‌রের ঘটনা ঘ‌টে‌ছে। এঘটনায় ২৭ অ‌ক্টোবর ভোলা ম‌ডেল থানায় ২৪ জ‌নের বিরু‌দ্ধে মামলা হ‌লেও পু‌লিশ এখনও আসামী‌দের গ্রেফতার ক‌রে‌নি। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে আসামী‌দের দ্রুত গ্রেফতা‌রের দাবী জানান তারা। 

মানববন্ধ‌নে এসময় বক্তব‌্য রা‌খেন, ভোলা পৌর সভার সা‌বেক নির্বাহী প্রকৌশলী মো: জ‌সিম উদ্দিন আরজু, ‌ভোলা পৌর কর্মচারী ফেডা‌রেশ‌নের সভাপ‌তি মো: আনোয়ার হোসাইন, সহ সভাপ‌তি মো: জাফর ইকবাল
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারি প্রকৌশলী নূর আল আজাদ রাসেল, হিসাব রক্ষণ কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান,  সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী সজীব হাওলাদার, উপ-সহকারী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা একে এম সাইদুর রহমান,  যান্ত্রিক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো: হাসান প্রমূখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত