বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়ি মানিকছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামানায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ হাওলাদার।
এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় খাগড়াছড়ি আসনে এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় গণসংযোগ করে উপজেলা বিএনপি।