সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩১ PM

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়ি মানিকছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামানায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ হাওলাদার।

এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় খাগড়াছড়ি আসনে এমপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ধানের শীষের প্রচারণায় গণসংযোগ করে উপজেলা বিএনপি।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত